ছুটি শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলছে আজ

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

বন্যা আক্তার:

শীতকালীন অবকাশ ও বড়দিন উদযাপন উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ১৪ দিনের ছুটি শেষে খুলছে আজ বুধবার (১ জানুয়ারি)। আজ থেকেই সব বিভাগের ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর (বুধবার) থেকে ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত ১৪ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে এবং ২২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন অফিস বন্ধ থাকে। ছুটি শেষে গত ৩০ ডিসেম্বর (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস ও ১ জানুয়ারি থেকে ক্লাস পরীক্ষা চালুর তারিখ নির্ধারণ করা হয়।

এদিকে, ছুটি কাটিয়ে এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেস বা ক্যাম্পাসের আবাসিক হলে ফিরেছেন

এর আগে ক্যাম্পাস বন্ধ থাকায় অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জরুরি নোটিশ টানানো হয়। নোটিশে ক্যাম্পাস বন্ধ থাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ক্যাম্পাস খুলে যাওয়ায় এ নিষেধাজ্ঞা উঠে যায়।