ছেলের চিকিৎসা করাতে এসে বাড়ি ফেরা হলো না আর

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

টাঙ্গাইল প্রতিনিধি:

 

ঢাকার সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্সসহ চলন্ত দুই বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের ৪ জন দগ্ধ হয়ে মারা গেছেন। তারা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবন দত্ত গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, ঘাটাইলের ভবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন (৫০), তার স্ত্রী মহসিনা আক্তার (৩৫), ছেলে মোহাইমিন ইসলাম ফুয়াদ (১৫) ও শ্যালিকা সীমা আক্তার (৪০)।

সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন
সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, ফারুক হোসেনের ছেলে মোহাইমিন ইসলাম ফুয়াদ শারীরিকভাবে অসুস্থ ছিল। শরীরে হিমোগ্লোবিনের অভাব থাকায় প্রতিমাসে ঢাকায় গিয়ে তাকে রক্ত দিতে হয়। সে উদ্দেশ্যে বুধবার দিবাগত রাতে ঘাটইল থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তারা ঢাকার পথে রওনা হন। পথে রাত দুইটার দিকে ঢাকার অদূরে সাভার এলাকায় পৌঁছালে পেছন থেকে যাত্রীবাহী বাস এ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৪ জনই নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৭ জন আহত হন।

ভবন দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালিব হোসেন জানান, নিহত মোহাইমিন ইসলাম ফুয়াদ আমার স্কুলের নবম শ্রেণীর ছাত্র। তার চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল পরিবারটি। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

এ দিকে একই পরিবারের ৪ জনের নিহত হওয়ার ঘটনায় শোকের মাতম বইছে এলাকায়।