সাইফুল ইসলাম:
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর শুনানি শেষে এ আদেশ দেন। ফখরুল আনোয়ার চট্টগ্রামের ফটিকছড়ি আসনের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের চাচা।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আসামি ফখরুল আনোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
গত শনিবার রাতে নগরের টাইগারপাস এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ছেলের বিয়ে অনুষ্ঠানে ছিলেন ফখরুল আনোয়ার। বর, কনেসহ উপস্থিত আমন্ত্রিত সকল অতিথি। হঠাৎ বিয়ের অনুষ্ঠানে ফখরুল আনোয়ারকে ঘিরে রাখে কিছু লোক। পরে পুলিশ তাকে আটক করে খুলশী থানায় নিয়ে যায়।
রোববার কোতোয়ালি থানার এক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে রিমান্ডের আবেদন করা হলে সোমবার আদালতে হাজির করে পুলিশ।