
নিজেস্ব প্রতিবেদক:
ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন দেশে টেলিভিশন সিরিয়াল, ডকুফিকশন এবং ডকুমেন্টরি নির্মাণ হয়েছে। এসব সিনেমা দেশে ডাবিং করে অর্থও আয় করা হয়। সিরিয়ালগুলো নির্মাণ হয় অনেক বড় বাজেটে। এসব সিরিয়ালের বিষয়বস্তু এবং সংলাপের মধ্যে ইসলামি ভাবধারা এবং মুসলমান শাসকদের ইতিহাসের কিছু বিষয় আছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম, তাই মনস্তাত্ত্বিকভাবে ইসলামিক গল্পের প্রতি তারা আগ্রহবোধ করেন। তাই দর্শক চাহিদা বিবেচনা করে টিভি চ্যানেলগুলোতে সেগুলো বাংলায় ডাবিং করা হয়েছে। বর্তমানে ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও ডাবিং করা ভার্সনগুলো দেখা যায়। বিখ্যাত কয়েকটি বাংলা ডাবিং ইসলামিক সিরিয়াল নিয়ে আজকের আয়োজন সাজিয়েছেন শিশির রোয়েদাদ
আলিফ লায়লা
আলিফ লায়লা হল আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত একটি ভারতীয় টেলিভিশন ধারাবাহিক। সাগর ফিল্মস এটি নির্মাণ করে। দুটি আলাদা মৌসুমে টেলিভিশন ধারাবাহিকটি নির্মাণ হয়। প্রথম পর্বটি ডিডি ন্যাশনাল (দুরদর্শন ন্যাশনাল) চ্যানেলে প্রচারিত হয় এবং দ্বিতীয় পর্বটি প্রচার হয় পাকিস্তানের এ.আর.ওয়াই, ডিজিটাল চ্যানেলে। ব্যাপক জনপ্রিয়তার কারণে পরবর্তী সময়ে ধারাবাহিকটির বাংলাদেশেও বাংলা ভাষায় ভাব করে সম্প্রচার শুরু হয় বিটিভি এবং একুশে টেলিভিশনে। যা রীতিমতো দর্শক সাফল্য পায়। ২০১২ সালে ভারতীয় চ্যানেল ধামাল টিভি-এর পঞ্চম সম্প্রচার শুরু করে।
সুলতান সুলেমান
সুলতান সুলেমান একটি তুর্কি ধারাবাহিক টেলিভিশন নাটক যা পরিচালনা করেছেন মেরাল ওকেয় ও ইয়িলমায় শাহিন। প্রাথমিকভাবে তুরস্কের ‘শো’ টিভিতে নাটকটির সম্প্রচার শুরু হলেও পরবর্তীকালে তুরস্কের ‘স্টার’ টিভিতে এর সম্প্রচার স্থানান্তর করা হয়। বাংলাদেশের বেসরকারি চ্যানেল ‘দীপ্ত’ টিভি ২০১৫ সালের ১৮ নভেম্বর থেকে ধারাবাহিকটি বাংলা ভাষায় সম্প্রচার শুরু করে। নাটকটি নির্মিত হয়েছে উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘ সময়কালব্যাপী রাজত্ব বিস্তারকারী উসমানীয় সম্রাট প্রথম সুলাইমান এবং তার স্ত্রী হুররেম সুলতানের জীবনীর ওপর ভিত্তি করে, যিনি সুলায়মানের কৃতদাসী হয়েও পরবর্তীকালে তার প্রধান স্ত্রী বা সুলতানা হিসেবে সম্মানিত হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন।
আরব্য রজনীর জনপ্রিয় চির সবুজ চরিত্র ‘হাতেম’। ৭ টি ধাঁধার বিপজ্জনক রহস্য ভেদ করে সাধারণ মানুষের উপকারবারী হাতেম-এর শত্রু এবার ইবলিশ শয়তানের দোসর দাজ্জাল। যে কিনা তার কালো জাদুর রাজ্য বিস্তার করতে চায় পৃথিবীব্যাপী, কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়ায় আল্লাহর ন্যায়পরায়ণ বান্দা হাতেম। দাজ্জাল ইবলিশের কাছ থেকে প্রাপ্ত তার শয়তানি শক্তির পূর্ণ প্রয়োগ করলেও হাতেম তার ঈমানি শক্তি দিয়ে মোকাবিলা করে দাজ্জাল এবং তার কালো জাদু দিয়ে তৈরি দুষ্ট সাঙ্গ-পাঙ্গদের। ধাঁধার রহস্য ভেদ করতে গিয়ে নানা রকম বিপদের মুখোমুখী হয় হাতেম। কিন্তু সততা আর সাহসিকতা দিয়ে বারবার বিভিন্ন ধরনের শয়তানি শক্তিকে পরাজিত করেন তিনি।
ইউসুফ জুলেখা
ইউসুফ জুলেখা একটি ইরানি সিরিয়াল, যা ফারজুল্লাহ সালানশুর পরিচালিত ২০০৮ সালের একটি ইরানি টিভি চলচ্চিত্র, যেখানে নবী ইউসুফ(আ.)-এর ঘটনা কুরআন এবং ইসলামি বর্ণনা অনুযায়ী ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশের টিভি চ্যানেল এসএ টিভি ধারাবাহিকটি বাংলা ভাষায় ডাবিংয়ের মাধ্যমে ২০১৬ সাল থেকে ইউসুফ জুলেখা নামে এই ধারাবাহিকটি সম্প্রচার করে আসছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে এই দুই চরিত্র নিয়ে নির্মিত ধারাবাহিকটি বাংলাদেশ ছাড়াও ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় প্রচারিত হয়েছে।
জান্নাত
কোরিয়ান জনপ্রিয় ধারাবাহিক ‘টিয়ার্স অব হ্যাভেন’-এর কাহিনি অবলম্বনে জান্নাত পরিচালনা করেছেন তুর্কি নির্মাতা সাদুল্লাহ জেলেন। ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে সিরিয়ালটি প্রচারিত হয়েছে তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় চ্যানেল এটিভিতে। আগামী ১৪ অক্টোবর থেকে স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় সম্প্রচার শুরু হচ্ছে বাংলায় ডাবিংকৃত এই টিভি সিরিয়ালটি।
পারিবারিক ও বর্তমান সময়ের গল্প নিয়ে জান্নাত নির্মিত হয়েছে। যেখানে একটি এতিম মেয়ের জীবনসংগ্রামের নানা বিষয় উঠে এসেছে। দারিদ্রের মধ্যে বড় হওয়া মেয়েটি যখন স্থপতি হয়ে তার স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরি পান, তখন তিনি ভাবেন তার জীবনের দুঃখ-দুর্দশা হয়তো দূর হতে শুরু করেছে। কিন্তু উল্টো তার জীবনে নতুন করে আরো জটিলতা সৃষ্টি হয়। তাকে ফেলে যাওয়া মা আবারো ফিরে আসে তার জীবনে। তবে ভালোবাসা নিয়ে নয়, বরং তার প্রতি তীব্র ঘৃণা ও বিদ্বেষ নিয়ে।
কারবালা কাহিনি
কারবালা কাহিনি হল একটি মহাকাব্যিক ও ঐতিহাসিক টেলিভিশন ধারাবাহিক যা পরিচালনা করেছেন দাড়দ মিরবাঘেরি, ধারাবাহিকটি মুখতার আল-সাকাফির জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। ১৪০এরও বেশি অভিনেতা এতে অভিনয় করেছেন। বাংলাদেশের এসএ টিভি ২০১৮ সালে ধারাবাহিকটি বাংলাদেশে আমদানি করে ও বাংলা ভাষায় ডাবিং করে সম্প্রচার করে। বাংলাদেশ ছাড়াও ধারাবাহিকটি আরো কয়েকটি দেশে কয়েকটি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হয়েছে।