জমি দখলে-চাঁদাবাজিসহ নানা অভিযোগে বিএনপি নেতার সব পদ স্থগিত

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

গাইবান্ধা প্রতিনিধি:

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা অভিযোগে বিএনপি নেতা আজহারুল ইসলামের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।

রোববার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও সাপমারা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

পত্রে উল্লেখ করা হয়, নানা অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে আজহারুল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বিএনপি নেতা আজহারুল ইসলামকে কৈফিয়ত তলব করা হয়। এর প্রেক্ষিতে তার কৈফিয়তের জবাব গ্রহণযোগ্য না হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে তার সব পদ স্থগিত করা হয়েছে।

জানা গেছে, আজহারুল ইসলাম নিজেদের দাবি করে এক কৃষকের জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। এছাড়া চাঁদা না পেয়ে টিসিবির ডিলারের প্রতিনিধিকে মারধরসহ গোডাউনে তালা ঝুলিয়ে দেন। এরই প্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে ৫ দিনের মধ্যে কৈফিয়ত তলবের নোটিশ দেন।

এ বিষয়ে আজহারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।