জয়পুরহাটে বাড়ি ফেরার পথে যানবাহনের ধাক্কায় এক যুবকের মৃত্যু
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার আফলাপাড়া গ্রামে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় শাহিনুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর ৬ টায় কালাই উপজেলার বাঁশের ব্রীজ এলাকায় শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
শাহিনুর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান দক্ষিণপাড়ার মৃত ছানাউল্লাহর ছেলে।
নিহতের শ্বশুর মিজানুর রহমান বলেন, শাহিন বুধবার সকালে মহাস্থান বাজারে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে রওনা দেন। এর কিছুক্ষণ পর তারা খবর পান বাঁশের ব্রীজ এলাকায় কোনো এক যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তায় পরে ঘটনাস্থলেই শাহিনের মৃত্যু হয়েছে।
কালাই থানার অফিসার ইন চার্জ (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ইউডি বা অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।