জয়পুরহাটে মাঝ রাস্তায় ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জয়পুরহাট প্রতিনিধি:
ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মাঝ রাস্তায় বিকল হয়ে পড়ে। এতে করে বন্ধ হয়ে যায় উত্তরাঞ্চলে চলাচল করা উভয় পাশের সকল ট্রেন। এ ঘটনার প্রায় ২ ঘণ্টা পর একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করলে রেল চলাচল স্বাভাবিক হয়।
জানা যায় আজ সকাল ৭টার দিকে জয়পুরহাট রেলস্টেশন অতিক্রম করার পর ডাউন আউটার সিগনালের কাছে ইঞ্জিনটি বিকল হয়ে যায়।
পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনের লোকমাস্টার সাইফুল আজম বলেন, ইঞ্জিনের লুবওয়েলের গেসকেট ফেটে মবিল পড়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এটিকে আমরা ট্রেনের সাটডাউন বলে থাকি।
জয়পুরহাট স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় সিঙ্গেল লাইনের জন্য উত্তরের বরেন্দ্র এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস এবং দক্ষিণের তিতুমীর এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।
সহকারী লোক মাস্টার আলমগীর কবির বলেন, জয়পুরহাট রেলস্টেশন থেকে ছেড়ে এসে ডাউন সিগনাল অতিক্রম করার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করা যায়নি।
লোকমাস্টার সাইফুল আজম বলেন, দুই ঘণ্টা পরে উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে যায়। এতে বেলা ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।