জরুরি সভায় বসছে বিসিবি

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ সোমবার (২৪ মার্চ) দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জরুরি সভায় বসছে।

সভায় প্রধান কোচের সঙ্গে চুক্তি নবায়ন, অধিনায়কত্ব নির্ধারণ এবং নতুন নির্বাচক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

বর্তমানে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ছিল। বিসিবি সূত্রে জানা গেছে, সিমন্সের সঙ্গে নতুন চুক্তি চূড়ান্ত করার বিষয়টি আজকের সভায় অনুমোদিত হতে পারে।

অধিনায়কত্ব প্রসঙ্গে, নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এই ফরম্যাটে স্থায়ী অধিনায়ক নিয়োগ দেওয়া হয়নি। লিটন দাস ও তাসকিন আহমেদ এই পদের জন্য বিবেচিত হচ্ছেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ী দলে লিটন অধিনায়কত্ব করেছিলেন এবং তার নেতৃত্বের প্রশংসা করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এছাড়া, নির্বাচক প্যানেলে হান্নান সরকারের পদত্যাগের পর নতুন নির্বাচক নিয়োগের বিষয়টিও আলোচনায় আসবে। সাজ্জাদ আহমেদ শিপন এই পদের জন্য শীর্ষ বিবেচনায় রয়েছেন।

আজকের সভায় এই বিষয়গুলোর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, যা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।