জাকাতের অর্থ আত্মসাৎ : ইফার সাবেক পরিচালকসহ পাঁচজন খালাস
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুর হকসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া অন্য আসামিরা হলেন- মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।
জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের এক কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ২৪ মে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী।
তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল দেলোয়ার হোসেন সাঈদীসহ কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদক। ২০২০ সালের ২৮ ডিসেম্বর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
২০২৩ সালের ১৪ আগস্ট সাঈদী মারা যান। ১৬ আগস্ট কেন্দ্রীয় কারাগার থেকে সাঈদী মারা যাওয়ার বিষয়ে আদালতে প্রতিবেদন পাঠানো হয়। একই বছরের ২১ আগস্ট সাঈদীকে মামলার দায় থেকে অব্যাহতি দেন আদালত।