নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদ ঢাকায় এসেছেন। আজ শনিবার (১ জুলাই) দুপুরে তিনি ঢাকায় আসেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
ঢাকা সফরের সূচি অনুযায়ী, আমিনা আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এরপর একই স্থানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে ‘রোড টু এসডিজি সামিট ২০২৩’ অনুষ্ঠানে যোগ দেবেন। রাতে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্যে নৈশভোজে অংশ নেবেন তিনি।
আগামীকাল রোববার (২ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন আমিনা জে মোহাম্মেদ। পরে তিনি বাগেরহাটের মোংলায় ‘জলবায়ু অভিযোজন’ সম্পর্কিত একটি প্রকল্প পরিদর্শন করবেন।
তিনদিনের ঢাকা সফর শেষে আগামী সোমবার (৩ জুলাই) ঢাকা ত্যাগ করবেন আমিনা জে মোহাম্মেদ। তিনি বর্তমানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রুপের চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন। ২০২০ সালের মার্চে ঢাকা সফরের কথা ছিল তার। তবে করোনা পরিস্থিতির কারণে তখন সফর স্থগিত হয়।