জাতিসংঘ দূতের বিরুদ্ধে চীন সংশ্লিষ্টতার অভিযোগ

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। অধিকার সংগঠন জাস্টিস ফর মিয়ানমার (জেএফএম) অভিযোগ করেছে, বিশপ চীনা রাষ্ট্রায়ত্ত কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রেখেছেন, যা মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে যুক্ত।

সংগঠনটি জানায়, বিশপ অস্ট্রেলিয়ার খনিজ কোম্পানি এনার্জি ট্রানজিশন মিনারেলসের কৌশলগত পরামর্শক হিসেবে কাজ করেন। প্রতিষ্ঠানটি গ্রিনল্যান্ডের বিতর্কিত কভানেফজেল্ড প্রকল্পে জড়িত, যেখানে চীনের দুটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি শেংহে রিসোর্সেস ও চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানির অংশীদার। একই সঙ্গে এই কোম্পানিগুলো মিয়ানমারে বিরল খনিজ আহরণ ও বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে যুক্ত, যা জান্তাকে আর্থিক সুবিধা দেয়।

বিবৃতিতে জেএফএম জানিয়েছে, বিশপের চীন ও সামরিক জান্তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। জাতিসংঘের উচিত তার কার্যক্রম তদন্ত করা। ইরাবতী।