প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে আমারণ অনশনের ঘোষণা দিয়েছেন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। আগামী ১ আগস্ট থেকে অনশনে যাবেন তারা।
বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) আহ্বানে সাড়া দিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আজ রবিবার ২০তম দিনে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারির উপস্থিত হয়েছেস।
এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওসার আহমেদ বলেন, আমরা ৩১ জুলাইয়ের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে ১ আগস্ট থেকে আমরণ কর্মসূচি পালন করব। প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া আমরা বাড়ি ফিরে যাবে না। আমরণ অনশন করতে যেয়ে মারা যাবে, আমাদের ঠিকানা হবে কবর। তবুও জাতীয়করণ ছাড়া ঘরে ফিরব না।
তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা সফল না হওয়ায় আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাতের দাবি জানিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট কথা বলতে পারলেই সমস্যার সমাধান হতো।
তিনি আরো বলেন,’আমাদের ন্যায্য দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর দুজন উপদেষ্টা (রাজনৈতিক ও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা) এই দাবিকে সমর্থন করেছেন।