জাতীয় ঐক্যফ্রন্টের এমপিদের পদত্যাগের আহ্বান কাদের সিদ্দিকীর
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
আগামী ৩০ ডিসেম্বরের আগেই জাতীয় ঐক্যফ্রন্টের এমপিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপি, ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্ট যদি বর্তমান সংসদকে অবৈধ দাবি করে থাকেন তবে ঐক্যফ্রন্টের আট জন সংসদে গেছেন তারা কেন অবৈধ হবে না?’
তিনি বলেন, ‘যদি সংসদ অবৈধ হয়েই থাকে, তাহলে ৩০ ডিসেম্বরের আগেই ঐক্যফ্রন্টের আট সাংসদকে পদত্যাগ করতে হবে। তাহলেই জনগণ সঙ্গে থাকবে। দ্বিমুখী আচরণ জনগণ মেনে নেয় না।’
কাদের সিদ্দিকী বলেন, ‘দেশের সরকার চায় জনগণ, শেখ হাসিনার সরকার সেটা চায় না।
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান ইলেকশন কমিশন বিশ্বের সবচাইতে গর্দভ কমিশন। নিরপেক্ষ নির্বাচন করতে তারা ব্যর্থ।’
জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঐক্যফ্রন্টের আহ্বায়ক এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহসীন রশিদ, বিকল্প ধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জেএসডির যুগ্ম-সম্পাদক শহীদউদ্দীন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিকল্প ধারার সভাপতি নুরুল আমীন বেপারী প্রমুখ বক্তব্য রাখেন।