জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় ষড়যন্ত্রকারীরা: মিন্টু

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

 

চাঁদপুর প্রতিনিধি:

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। যারা এই ষড়যন্ত্র করে তাদের গণতান্ত্রিকভাবে কড়া জবাব দিতে হবে।

সোমবার বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো ও দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে এই জনসভার আয়োজন করে চাঁদপুর জেলা বিএনপি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ ও বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। সংস্কারের নামে টালবাহানা না করে দ্রুত জাতীয় নির্বাচন দিন। যেন মানুষ আশ্বস্ত হতে পারে। এর বাইরে কোনো ষড়যন্ত্র করা হলে পালানোর পথ পাবেন না।
বিএনপি দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি এক দিনে হয় না। আমরাও সংস্কার চাই। তবে সংস্কারের নামে টালবাহানা করে আমাদের দেশকে কোনোভাবেই দীর্ঘদিন অগণতান্ত্রিক দেখতে চাই না।

অন্তর্র্বতী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করুন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেয়, তাকে নিয়ে সরকার গঠন করুন। আমরা কোনো আপত্তি করব না।

তিনি আরও বলেন, আমরা মনে করি- বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে জনগণের দল। তাই জনগণ যদি আমাদের পছন্দ করে, তাহলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করব। তাই সংস্কারের নামে টালবাহানা করে আমাদের দেশকে আর অগণতান্ত্রিক রাখবেন না।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক (কুমিল্লা বিভাগ) সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, সাবেক এমপি হারুনুর রশিদ ও রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম প্রমুখ।