জাতীয় সংগীত দিয়ে শহীদ মিনারে ছাত্রদলের গণঅবস্থান কর্মসূচি শুরু

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪

ঢাকা প্রতিনিধি:

‘জুলাই-আগস্টে আন্দোলনে মৃত্যুর জন্য শেখ হাসিনাসহ তার দোসরদের যথাযথ বিচারের’ দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

জাতীয় সংগীতের পর দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ মহানগর উত্তর দক্ষিণ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
গণঅবস্থান কর্মসূচি থেকে ছাত্রদল ‘পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা’, ‘২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব’, ‘শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্র হত্যা’, ‘গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন’, ‘রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন’ এবং ‘কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংসতা’র মূল হোতা হিসেবে শেখা হাসিনাকে দায়ী করে তার ও তার সহযোগীদের যথাযথ বিচারের দাবি জানিয়েছে।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত সাড়ে ১৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে। আমাদের ভিসি-প্রক্টর শিক্ষার্থীদের দেখতে পর্যন্ত যায়নি। এই জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে আমাদের এখন পর্যন্ত ৩১ জন নেতাকর্মী শহীদ হয়েছে। এই ঘটনায় শেখ হাসিনাসহ সকল দোষীদের বিচার করতে হবে। যতদিন না আমাদের হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের বিচার করা হবে, ততদিন ছাত্রদল রাজপথ ছাড়বে না।