জানমালের ক্ষতি ও বিঘ্ন ঘটালে বিএনপির রাজনীতির কবর রচনা হবে: মুরাদ

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

জামালপুর প্রতিনিধি:

বিএনপির উদ্দেশে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, ‘অবরোধের কারণে জনগণের জানমালের ক্ষতি ও বিঘ্ন ঘটালে বিএনপির রাজনীতির কবর রচনা করে দেওয়া হবে। বাংলার মাটিতে তাদের কোনো ঠাঁই হবে না।’

আজ রবিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি পৌরসভার সামনে থেকে শুরু হয়ে দিগপাইত-সরিষাবাড়ী সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজারে গিয়ে শান্তি সমাবেশে মিলিত হয়।

মুরাদ হাসান বলেন, ‘সারা দেশের মতো জামালপুরের সরিষাবাড়ীতে কোনো হরতাল-অবরোধ চলবে না। বিএনপি-জামায়াত মানুষের ওপর অনেক অত্যাচার করেছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হামলা-মামলা করে নির্যাতন চালিয়েছে। তাদের গুণ্ডামি, মাস্তানি, নাশকতার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

এখন তাদের প্রতিহত করার সঠিক সময়। আমরা রাজ পথে আছি এবং থাকব।’
বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও তৃণমূল আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।