জাপানে আরও তুষারপাতের শঙ্কা, জনগণকে সতর্ক থাকার আহ্বান

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

জাপানের আবহাওয়া সংস্থা সোমবার জানিয়েছে, দুই সপ্তাহের তুষারপাতের পর আরও ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে। এনিয়ে তুষারধস এবং বরফের রাস্তা দিয়ে চলাচল করতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জাপান সাগর পাড়ের অঞ্চলগুলোতে প্রতি বছর ভারী তুষারপাত হয়। এ অঞ্চলগুলোতে অনেক স্কি রিসোর্ট রয়েছে। যার ফলে বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক এসব অঞ্চলে আসেন। কিন্তু এই মাসে বেশ কয়েকটি শহরে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। ফলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটেছে এবং প্রাণহানি হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) সোমবার জানায়, নিগাতা, ইশিকাওয়া এবং নাগানো প্রিফেকচারের পাশাপাশি হিরোশিমা এবং শিমানে প্রিফেকচারসহ কিছু পশ্চিমাঞ্চলে আরও তুষারপাতের আশঙ্কা রয়েছে।

সংস্থাটি ওইসব এলাকায় তুষারধস, বরফের রাস্তা এবং পানির পাইপ জমে যাওয়ার বিষয়ে সতর্ক থাকার জন্যও জনগণকে সতর্ক করেছে।

জেএমএ তথ্য অনুসারে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ, উত্তর আওমোরি শহরে পাঁচ মিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে। নিগাতার উওনুমায় ৩ দশমিক ৮১ মিটার এবং ফুকুশিমা প্রিফেকচারের তাদামিতে ৩ দশমিক ১৩ মিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে।