জাবিতে প্রথম বর্ষের ক্লাস অনলাইনে শুরুর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে শুরু করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ও ছাত্রফ্রন্ট জাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়ের সঞ্চালনায় ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, ‘এতদিন পর প্রশাসন বলছে, আবাসন সংকটের কারণে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করা যাচ্ছে না- যা নিতান্তই হাস্যকর। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার ছয় মাস পর অনলাইনে ক্লাস শুরু করার ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে প্রশাসন। একটি আ্যকাডেমিক সেমিস্টারের সমপরিমাণ সময় নষ্ট হয়েছে শিক্ষার্থীদের। এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও জাহাঙ্গীরনগর থিয়েটারের (টিএসসি) সম্পাদক মাহফুজুল ইসলাম বলেন, ‘প্রশাসনের দাবি, হলে আবাসন সংকটের কারণে নবীণ শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু হলগুলোতে দেখা যাচ্ছে, অছাত্ররা নির্ভয়ে আসন দখল করে অবস্থান করছেন। তবে তাদেরকে হল থেকে বের করার পদক্ষেপ না নিয়ে নবীন শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অছাত্রদের হল থেকে বের করতে না পার এবং বারবার আশ্বাস দিয়ে নতুন হলগুলো চালু করতে না পারা নিতান্তই প্রশাসনে ব্যর্থতা।’

বিশ্ববিদ্যালয়ের আন্তার্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের পর এবার ৫২তম ব্যাচের ক্লাস অনলাইনে শুরু করা হয়েছে। তবে জাহাঙ্গীরনগর কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় না যে, চাইলেই অনলাইনে ক্লাস নিয়ে শিক্ষাবর্ষ শেষ করে দেবো। প্রশাসন বলছে হলে আসন সংকট। কিন্তু হলে যেসব অছাত্র রয়েছে তাদেরকে বের করার পদক্ষেপ কেন নেওয়া হয় না? প্রশাসন জাহাঙ্গীরনগরকে একটি প্রাইভেট বিশ্ববিদ্যাল বানানোর পাঁয়তারা করছে।’

এর আগে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় আগামী ৩০ নভেম্বর থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত ছয়টি হলের মধ্যে চালু না হওয়া চারটি হল চালু হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস সশরীরে শুরু করা হবে বলে জানায় কতৃপক্ষ।