জামালপুরে ৫ বছরের শিশুকে ‘ধর্ষণ’, কিশোরের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫

জামালপুর প্রতিনিধি:

 

জামালপুরের মাদারগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন সাংবাদিকদের জানান, সোমবার (১০ মার্চ) বিকালে উপজেলার পশ্চিম চর পরতাবাজ এলাকায় এ ঘটনা ঘটে। রাতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

অভিযোগের মুখে থাকা ছেলেটির বয়স ১৫ বছর। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার বরাতে ওসি বলেন, ছেলেটি তার প্রতিবেশী ৫ বছর বয়সী মেয়েটিকে মোবাইল ফোন দেখানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। পরে উচ্চ শব্দে গান বাজিয়ে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি তার মায়ের কাছে সব খুলে।

স্বাস্থ্য পরীক্ষার শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া এবং ওই কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।