জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছিল পুলিশ, ব্রাজিল থেকে পালালেন ইসরায়েলি সেনা

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

ব্রাজিলে ছুটি কাটানোর সময় গাজায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এক ইসরায়েলি সেনা দক্ষিণ আমেরিকার দেশটি ছেড়ে পালিয়ে গেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পালিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে ব্রাজিলের কর্তৃপক্ষ ওই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা করছিল।

তার পরিবার জানিয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়নি। সে ইসরায়েলে আসতে আগ্রহী এবং যাদের তাকে সাহায্য করা দরকার, তারা তাকে সাহায্য করছে।

সংবাদমাধ্যম ইসরায়েল হায়োমও জানিয়েছে, ওই ব্যক্তি ব্রাজিল থেকে পালিয়ে গেছেন।

হিন্দ রজব ফাউন্ডেশন (এইচআরএফ) নামের একটি সংগঠন ওই সৈন্যের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞের সময় গাজায় বেসামরিক বাড়িঘর ধ্বংসে জড়িত থাকার অভিযোগ করেছে।