
ক্রীড়া ডেস্ক:
সব কিছু ঠিক থাকলে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর আগামী ২০ এপ্রিল এই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে সিলেটে ও দ্বিতীয় ম্যাচ গড়াবে চট্টগ্রামে। আর এই সিরিজটা দলের তরুণ ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার সুযোগ হিসেবে দেখছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ডিপিএলের ম্যাচ শেষে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে এমনটি জানান তিনি।
আসন্ন সিরিজ নিয়ে মিরাজ বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই কঠিন হয়। বড় দল ছোট দল বলে কিছু নেই, পারফর্ম করলে আন্তর্জাতিক ম্যাচ হিসেবেই গণনা হবে। তাই অনেক তরুণ খেলোয়াড় আছে যাদের সুযোগ (এই সিরিজে) থাকবে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজে যে আমরা টেস্ট সিরিজটা ড্র করেছিলাম সেখানে অনেক খেলোয়াড় ছিল না তাতে কয়েকজন তরুণের সুযোগ হয়েছিল, তেমনিভাবে হয়তো এই সিরিজেও কয়েকজন তরুণ ক্রিকেটারের সুযোগ হবে। তবে তাদের পারফর্ম করাটাও গুরুত্বপূর্ণ। কারণ দলের সিনিয়র খেলোয়াড়রা একে একে অবসরে চলে গিয়েছে এখন ধীরে ধীরে দায়িত্বটা আমাদের নিতে হবে। পাশাপাশি যারা আছে তাদেরও পারফর্ম করতে হবে।’
বাংলাদেশ সবশেষ সাদা পোশাকে খেলেছে গেল ডিসেম্বর মাসে। এরপর আর লাল বলে কোনো ম্যাচ খেলেনি। সাদা বলেই কাটিয়েছে ব্যস্ত সময়। তবে সাদা পোশাকের লম্বা এই বিরতি জিম্বাবুয়ে সিরিজে খুব বেশি একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন জাতীয় দলের এই অলরাউন্ডার।
মিরাজ বলেন, ‘চ্যালেঞ্জ প্রতিটা ম্যাচেই থাকে। ওয়েস্ট ইন্ডিজে আমরা খুব ভালো ভাবেই খেলেছিলাম, কিছু ক্রিকেটার দাপটের সঙ্গেই খুব ভালো খেলেছিল। তো ঐ আত্মবিশ্বাসটা আমার কাছে মনে হয় এই সিরিজেও কাজে দিবে। যেহেতু লম্বা বিরতির পর আমরা টেস্ট ক্রিকেট খেলবো। আর ম্যাচের আগে ১০ দিনের মতো একটা সময় পাব তার মধ্যেই আমরা আমাদের লাল বলের প্রস্তুতি সেরে ফেলতে পারবো।’