
ক্রীড়া ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের ক্যাম্প শুরু হবে ১৩ এপ্রিল সিলেটে। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচ খেলে ১২ এপ্রিল রাত থেকে ক্যাম্পে যোগ দেবেন নাজমুল হোসেন শান্তরা। ক্যাম্পের সময় ঘনিয়ে এলেও বিসিবি এখন পর্যন্ত দল ঘোষণা করেনি। নির্বাচক প্যানেল ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে গতকাল পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড হস্তান্তর করেনি বলে জানা গেছে।
তবে জাতীয় দল-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ১৫ না ১৪ জনের দল দেবে এ আলোচনায় আটকে আছেন নির্বাচকরা। মূলত ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের খেলা থাকায় অতিরিক্ত ক্রিকেটার টেস্ট দলে রাখতে চায় না গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল। তবে পেস বোলিং বিভাগে চারজনকে নেওয়া হলে ১৫ জনের স্কোয়াড হতে পারে।
বাংলাদেশের পেস বোলিং এখন শক্তিশালী। দেশের মাটিতেও তিন পেসার নিয়ে খেলার সাহস দেখায়। নির্বাচকরা চান জিম্বাবুয়ের বিপক্ষে তিনজন পেসার নিয়ে খেলুক নাজমুল হোসেন শান্তরা। এ কারণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানার সঙ্গে খালেদ আহমেদকে রাখা হতে পারে। তিন পেসার ও দু’জন স্পিনার নিয়ে খেললে বোলার পরিবর্তন করার সুবিধা থাকে।
স্কোয়াডে তিনজন স্পিনার নেওয়া হলেও দু’জনকে খেলানোর পরিকল্পনা। মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার হিসেবে আর বাঁহাতি তাইজুল ইসলাম বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলবেন। সে ক্ষেত্রে প্রাথমিক তালিকায় থাকা হাসান মুরাদকে বাদ দেওয়া হলে অফ স্পিনার নাঈম হাসান থাকবেন বিকল্প। অর্থাৎ নাঈম ও মুরাদের যে কোনো একজন জিম্বাবুয়ে সিরিজে থাকবেন।
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা সাহাদাত হোসেন দিপুকে তাই বাদ পড়তে হচ্ছে। মে মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’। আগস্টে বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়া সফর করবে। দক্ষিণ আফ্রিকা এইচপি দলের বাংলাদেশ সফরের কথা আছে। অমিত হাসানদের এ সিরিজগুলোতে পরখ করে নিতে চান নির্বাচকরা।
সম্ভাব্য স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, জাকের আলি, মাহিদুল ইসলাম অংকন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও জাকির হাসান।