‘জিহাদ’ শব্দকে অপব্যবহার করা হচ্ছে : শাহরুখ খান

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

বিনোদন ডেস্ক :

কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারায় বহু পর্যটক। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। আর এতে রীতিমতো ক্ষুব্ধ সারা ভারতবর্ষ। সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, ক্ষোভপ্রকাশ করেছেন বলিউডের তাবড় তারকারা; ইন্ডাস্ট্রির কিং শাহরুখ খানও এর ব্যতিক্রম ছিলেন না।কিং খান সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় লিখেছিলেন, ‘প্যাহেলগাঁওয়ে যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে শোকপ্রকাশের কোনো ভাষা নেই। এই সময়ে শুধু বিধাতার কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনও কিছুই করার থাকে না। এ ঘটনার ন্যায়বিচার চাইছি’।

তবে কাশ্মিরে হামলার এই ঘটনায় ধর্মীয় বিষয় উঠে আসছে, আসছে মৌলবাদের বিষয়টিও; একই ধারায় ইসলাম ধর্মের দিকেও আঙুল তোলা হচ্ছে। এমন আবহে শাহরুখ খানের একটি পুরোনো ভিডিও ভাইরাল; যেখানে শাহরুখ খান ইসলামের ‘জিহাদ’ কথাটির ব্যাখ্যা দেন। ভাইরাল সেই ভিডিওতে শাহরুখকে বলতে শোনায়, ‘আমি মুসলিম, আমাদের ধর্মে একটা শব্দ রয়েছে, চিরকাল যার অপব্যবহার হয়ে আসছে, সেটা হল জিহাদ। যে শব্দের আসল অর্থ হল, আমাদের খারাপ চিন্তাভাবনা দূর করা কিংবা ভেতরের খারাপ শক্তির বিরুদ্ধে লড়াই করা- এটাকেই বলে জিহাদ। জিহাদের মানে যেখানে সেখানে মানুষ খুন করে বেড়ানো নয়।’

বলিউড বাদশা কখনও তার সিনেমার মাধ্যমে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন। আবার কখনও স্বেচ্ছাসেবী সংস্থা খুলে সকল ধর্ম নির্বিশেষে দেশের দুস্থদের সাহায্যও করেছেন। তিনি বুঝিয়েছেন মানবতার ধর্মে বিশ্বাসী তিনি। শুধু তাই নয়, নিজের তিন সন্তানকে কোনো ধর্মের আদর্শে বড় না করে শুধু ভারতীয় পরিচয়ে প্রতিষ্ঠিত হওয়ার পাঠ দিয়েছেন তিনি।