জি-২০ সম্মেলনে শেখ হাসিনা, বাইডেনসহ ১৫ নেতার সঙ্গে বৈঠক করবেন মোদি

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

ভারতের রাজধানী দিল্লিতে আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক জি-২০ সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা অংশ নিচ্ছেন। এ বছরের সম্মেলনের মূল আলোচ্য বিষয় হলো টেকসই উন্নয়ন। পাশাপাশি ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জি-২০ সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, মোদি যেসব রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আছেন।

সূত্র জানিয়েছে আরও, আজ শুক্রবার মোদি তার সরকারি বাসভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। সেইসঙ্গে আজকেই বাইডনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি।

পরবর্তী সময়ে অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। এনডিটিভি জানিয়েছে, আগামীকাল শনিবার মোদি যুক্তরাজ্য, জাপান, জার্মানি এবং ইতালির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

এদিকে ইতিমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রওনা হন তিনি।