জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিভিয়েছি: ইরফান

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

অভিনেতা ইরফান সাজ্জাদকে নিয়ে জুবায়ের ইবনে বকর নির্মাণ করেছেন ‘ফায়ার ফাইটার: এ সাইলেন্ট হিরো’ নামের একটি ঈদের নাটক। নাটকটি রচনার পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি। এতে ইরফান সাজ্জাদ একজন ফায়ার সার্ভিস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন বলে জানালেন নির্মাতা।

ইরফান সাজ্জাদ বলেন, ‘ফায়ার ফাইটার কাজটি অনেক বছর ধরেই আমাদের করার কথা। ফায়ার ব্রিগেড বা ফায়ার ফাইটার নিয়ে কাজ করতে বিগত ছয় মাসেরও বেশি সময় জুবায়ের ভাই অনেক সময় দিয়েছেন। কারণ, স্ক্রিপ্ট দেখিয়ে অনুমতি নেবার বিষয় রয়েছে। সত্যি বলতে কী আমরা বিভিন্ন ধরনের গল্পই নাটকে দেখতে পাই। কিন্তু একজন ফায়ার ফাইটারের সত্যিকারের যে ত্যাগ তা উঠে আসে না। এতে অভিনয়ের জন্য আমি ওজন কমিয়েছি।’

তিনি আরও বলেন, ‘একজন ফায়ার ফাইটার সম্পর্কে বিশদ জানার চেষ্টা করেছি। জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিভিয়েছি। একদম আগুন নেভানোর ক্ষেত্রে একজন ফায়ার ফাইটার কতোটা চ্যালেঞ্জ এবং আত্মত্যাগ নিয়ে কাজ করে তা তুলে ধরার চেষ্টা করেছি। আমার জন্য এটি একটা নতুন অভিজ্ঞতা ছিল।’

নাটকটি ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।