জুতা পায়ে শহীদ মিনারে জনসভা করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজের শহীদ মিনারে মঞ্চ তৈরির পর জুতা ও স্যান্ডেল পায়ে জনসভা করার অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা চলাকালে কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে নির্মিত শহীদ মিনারে জুতা ও স্যান্ডেল পরে দুই ঘণ্টাব্যাপী জনসভা করার দৃশ্য লক্ষ্য করা গেছে।

এদিকে শহীদ মিনারে জুতা-স্যান্ডেল পায়ে জনসভা করায় লৌহজংয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কলেজ শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ।

জানা গেছে, ২৪’র গণঅভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জন-আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে লৌহজং সরকারি কলেজের শহীদ মিনারে জনসভার আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বিএনপি নেতা শেখ মোস্তফা এতে সভাপতিত্ব করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেছেন, শহীদ মিনারটি এখনও নির্মাণাধীন। উদ্বোধন করা হয়নি। এজন্য সেখানে জনসভার মঞ্চ তৈরি করা হয়।

তবে লৌহজং সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক জানান, শহীদ মিনারটির নির্মাণকাজ ৯০ ভাগ সম্পন্ন হয়েছে। গত ২১ ফেব্রুয়ারিতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এই শহীদ মিনারেই ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন।