টম ক্রুজের স্টান্ট দেখে নির্মাতারই শ্বাসরুদ্ধ অবস্থা

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

বিনোদন ডেস্ক:

হাড় কাঁপানো অ্যাকশন, গতি এবং মারপিটের রুদ্ধশ্বাস স্টান্টে সিনেমাপ্রেমীদের কাছে সব সময়ই প্রিয় ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজি। আগামী ২৩ মে মুক্তি পাবে ‘মিশন: ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং’। ছবিতে হলিউড অভিনেতা টম ক্রুজের স্টান্ট দেখে হৃদযন্ত্রের ক্রিয়া প্রায় বন্ধ হতে বসেছিল সিনেমার পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারির।

সিনেমা দেখার অভিজ্ঞতা তুলে ধরে এম্পায়ার সাময়িকীকে নির্মাতা ম্যাককুয়ারি বলেন, ‘আমরা ছোট একটা প্রদর্শনীর আয়োজন করেছিলাম। সিনেমা দেখার পুরোটা সময় ধরে আমার প্রায় দম বন্ধ হওয়ার দশা। ক্রুজ তার টিম নিয়ে যা করেছেন! আমার হার্ট অ্যাটাক হতে বসেছিল।’

তবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার মত দশা তৈরির বিষয়টি ম্যাককুয়ারিকে এক রকম স্বস্তিও দিয়েছে। নিজের এই অবস্থা হওয়ার পর তার মনে হয়েছে, সিনেমায় অ্যাকশন নিয়ে যা যা করা হয়েছে, সেগুলো এক অর্থে ‘ঠিকই হয়েছে’।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘ডেড রেকনিং’-এর প্রথম কিস্তি, এবার আসছে সেটারই চূড়ান্ত পর্ব। এবারও ইথান হান্টের চরিত্রে হাজির হবেন টম ক্রুজ। তাকে দেখা যাবে ভয়ংকর এক শত্রুর মুখোমুখি হতে।

সিনেমায় চোখ ধাঁধানো অ্যাকশন পাওয়া যাবে বলে ধারণা দিয়েছে সিনেমার ট্রেলার। সেখানে ক্রুজকে সমু্দ্েরর নিচে ধ্বংস হয়ে যাওয়া সাবমেরিনের মধ্যে ঢুকতে দেখা যায়, দেখা যায় উড়ো জাহাজ থেকে লাফও দিতেও।

তারকাবহুল এই ছবিতে টম ক্রুজ ছাড়াও আছেন হেইলি অ্যাটওয়েল, ভানেসা করবি, সাইমন পেগ প্রমুখ।

সিনেমার দুই কিস্তিরই শুটিং শুরু হয়েছিল ২০২৯ সালে। তবে কোভিড মহামারীর কারণে বারবার বাধা পড়েছে কাজ। অবশেষে এই কিস্তির দৃশ্যধারণের কাজ শেষ হয় গেল বছরের নভেম্বরে।