
ক্রীড়া ডেস্ক:
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (১৩ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশরা।
দুর্দান্ত জয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডকে ১৭৮ রানের বিশাল ব্যবধানে হারায় নিগার সুলতানা জ্যোতির দল।
অন্যদিকে বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৮ রানে হারে তারা। প্রথমে ব্যাট করে ২১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে সব উইকেট হারিয়ে ১৭৯ রানের বেশি তুলতে পারেনি আইরিশরা।
বাংলাদেশ একাদশ: ইসমা তানজীম, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, রিতু মনি, ফাহিমা আক্তার, রাবেয়া খান, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, মারুফা আক্তার।