টানা চতুর্থ হারে লজ্জার রেকর্ডে ম্যানসিটি ও গার্দিওলা

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

সময়ের সেরাদের একজন তো বটেই, সর্বকালের সেরা কোচের তালিকা করলেও পেপ গার্দিওলার নাম ওপরের দিকে থাকবে। কোচিং ক্যারিয়ারের ১৭ বছর পার করে ফেলেছেন। গত ৮ বছর ধরে দায়িত্ব পালন করছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির ম্যানেজার হিসেবে। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে প্রথমবার এমন তেতো স্বাদ পেলেন গার্দিওলা, যা ভুলে যাওয়ার মতো নিদারুণ এক অনুভূতি।

শনিবার ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগে টানা ৪ বারের চ্যাম্পিয়ন সিটির সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ হার। ম্যানসিটির দুর্বিষহ এই যাত্রায় অস্বস্তিকর রেকর্ডটি গার্দিওলার। ম্যানেজারিয়াল ক্যারিয়ারে এই প্রথম টানা চার ম্যাচ হারলেন এই স্প্যানিশ কোচ।
ব্রাইটনের বিপক্ষে হারের পর গার্দিওলা বলছেন, এবার হয়তো লিগ শিরোপা সিটির হাতে উঠবে না, ‘৭ বছরের মাঝে ৬ বার শিরোপা জেতার পর মনে হচ্ছে, এবার অন্য কেউ শিরোপা জয়ের যোগ্য দাবিদার। আমাদের ম্যাচ জয়ের চেষ্টা করে যেতে হবে। টানা ৪ ম্যাচ হেরেছি। দ্রুত এই চক্র থেকে বের হতে হবে। ব্যস্ত একটি সূচির মাঝে রয়েছি আমরা। তবে সবাই নিজেদের ফর্মে ফিরলে জয় পেতে সময় লাগবে না।’

যদিও হতাশ হতে রাজি নন গার্দিওলা, ‘আমরা টানা দুই ম্যাচ হেরেছি। কিন্তু আপনাকে জয়ের সংখ্যাটাও হিসাব করতে হবে। আমি কিন্তু এর আগে অনেক ম্যাচ জিতেছি। এটা খেলা, খেলায় এরকম হার-জিত থাকবেই। আমাকেই অনেকেই বলছেন সিটির স্বর্ণযুগ শেষ হয়ে গেল কিনা। আমি এই প্রশ্নে শুধুই হেসেছি, বেশ কয়েক বছর ধরেই এটা শুনে আসছি। আমরা এই কয়েক বছরে যা করেছি, সেটাকে সবাই অসম্ভব বলেছিল। আগামী ৫০ বছরে তো আমরা সব লিগ শিরোপা জিতব না। আমাদের রেকর্ড তাই অন্য কেউ ছুঁতেও পারে।’