টানা বৃষ্টির আভাস আবহাওয়া অফিসের

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

দেশের বিভিন্ন এলাকায় আগামী তিনদিন বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এছাড়া, শুক্রবার (২১ মার্চ) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে শনিবার (২২ মার্চ) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুরসহ আগের দিনের মতোই বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দেশের দিন ও রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এছাড়া, আগামী পাঁচদিনের প্রথমদিকে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানায় সংস্থাটি।