ক্রীড়া ডেস্ক:
টুর্নামেন্টের শুরুতে রংপুর রাইডার্সের বিপক্ষে হারের পর থেকে জয়হীন ঢাকা ক্যাপিটালসের দুর্দশা অব্যাহত। মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ১১২ রানের সহজ লক্ষ্য ছুড়ে দিয়েছে তারা। ব্যাটিং ব্যর্থতায় লিটন দাসের দল অলআউট হয়ে যায় মাত্র ১১১ রানে।
দুর্দান্ত ছন্দে থাকা রংপুর যে এখন পর্যন্ত টুর্নামেন্টের অপরাজিত দল। ৪ ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে তারা। অন্যদিকে আজকের ম্যাচ বাদে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে ঢাকা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হন ঢাকার ওপেনাররা। হাবিবুর রহমান সোহান ১২ বলে ১৪ রান করে আউট হলে, জেসন রয় ১৮ রান যোগ করেন। তানজিদ তামিম তিনে নেমে ১৬ বলে ২০ রান করলেও, তার বিদায়ের পর শুরু হয় উইকেট পড়ার মিছিল।
মিডল অর্ডারে সাব্বির রহমান (২), থিসারা পেরেরা (০), লিটন কুমার দাস (৯), মোসাদ্দেক হোসেন সৈকত (১২) এবং আমির হামজা (০) দলের স্কোরে তেমন কোনো অবদান রাখতে পারেননি। শেষদিকে আলাউদ্দিন বাবু ১৬ বলে ১৬ রান করেন। তবে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না। মুস্তাফিজুর রহমান মাত্র ১ রান যোগ করতেই ১৮.৩ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় ঢাকা।
রংপুরের বোলারদের মধ্যে নাহিদ রানা মাত্র ৩১ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এছাড়া খুশদিল শাহ ও আকিভ জাভেদ নেন দুটি করে উইকেট। শেখ মেহেদী, ইফতেখার আহমেদ এবং কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট তুলে নেন।