![টেকনাফে চার লাখ পিস ইয়াবা উদ্ধার](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/30-5.webp)
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, গোপন তথ্যে জানা যায় যে, বুধবার রাত তিনটার দিকে টেকনাফের নোয়াপাড়া নাফ নদীর আদমের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। বিজিবি নাফ নদীতে অজ্ঞাত পাচারকারীদের আনাগোনা লক্ষ্য করে ওই এলাকায় অভিযান চালায়। ৪ থেকে ৫ জন ব্যক্তি নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে কেওড়া জঙ্গলের ভেতর দিয়ে মাদক পাচার করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা জঙ্গল দিয়ে নৌপথে সীমান্তের ওপারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সদস্যরা সেখানে তল্লাশি করে মাটিতে পুঁতে রাখা চারটি বস্তা উদ্ধার করে। বস্তার ভেতর থেকে ৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।