টেসলা ফ্যাক্টরি তুরস্কে দিতে ইলন মাস্ককে এরদোয়ানের আহ্বান
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
আন্তর্জাতিক ডেস্ক:
ইলেকক্ট্রিক গাড়ি নির্মাতা টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের প্রধান তথা বিশ্বের ধনকুবের ইলন মাস্কের সঙ্গে নিউ ইয়র্কে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেখানে তিনি ইলন মাস্ককে তুরস্কের একটি টেসলার ফ্যাক্টরি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন এরদোয়ান। সেখানেই তিনি মাস্কের মহাকাশ সংস্থা ও তুরস্কের মহাকাশ প্রোগ্রামের মধ্যে সম্ভাব্য পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে গতকাল সোমবার এসব জানানো হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, এরদোয়ান মাস্ককে বলেছেন তুরস্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার সহযোগিতাকে স্বাগত জানাবে।
এরদোয়ান ও মাস্কের বৈঠকের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মাস্ক তার এক সন্তানকে কোলে ধরে আছেন।
তুরস্কের আকাশযান ড্রোন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।