সেলিনা আক্তার:
ভোক্তা অধিকার আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য সরবরাহে কর্মীদের জন্য দুদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে দেশের জনপ্রিয় ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় টেস্টি ট্রিটের কর্মীদের প্রশিক্ষণ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ ও তদন্ত বিভাগের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আজিজুল ইসলাম, কার্যক্রম ও গবেষণাগার বিভাগের পরিচালক (উপসচিব) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, অধিদপ্তরের উপপরিচালক আফরোজা রহমান ও আতিয়া সুলতানা, সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এবং সহকারী পরিচালক (ঢাকা বিভাগ) আব্দুল জব্বার মন্ডল ও আব্দুস সালাম।
কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল, টেস্টি ট্রিটের চিফ অপারেটিং অফিসার ইব্রাহিম খলিল ও হেড অব মার্কেটিং আবু সাদাত চৌধুরীসহ টেস্টি ট্রিটের শতাধিক কর্মী।
জন্মদিন ও বিভিন্ন উৎসবের কেক, পেস্ট্রি, কুকিজ, ডেজার্ট, ফাস্টফুড, মিষ্টান্ন ও বিভিন্ন ধরনের বেকারি পণ্যের জন্য ফুডপ্রেমিদের কাছে টেস্টি ট্রিট ব্যাপক জনপ্রিয়। খাদ্যেপণ্যের শোরুমগুলোর মধ্যে টেস্টি ট্রিট এখন দেশের সর্ববৃহৎ রিটেইল চেইনশপ। সারাদেশে বর্তমানে টেস্টি ট্রিটের চারশোর বেশি শোরুম চালু রয়েছে।