
সাইফুল ইসলাম:
ট্রলি ব্যাগে গাঁজা বহনকালে মো. একলাস মীর (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে র্যাব-১০ এর উপ-পরিচালক (অপ্স অফিসার) আমিনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল সোমবার (১৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারি একলাস মীরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি একলাস জানায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।