ট্রাক-বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
দাউদকান্দি প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর টোল প্লাজা ও ইলিয়টগঞ্জে ট্রাক বিকল হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর ৪টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত মহাসড়কের মাধাইয়া থেকে দাউদকান্দি সেতুর টোলপ্লাজা পর্যন্ত ৩০ কিলোমিটার জুড়ে এ যানজট সৃষ্টি হয়। এ সময় মহাসড়কে কয়েক হাজার যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, ট্রাক, কার্গো, প্রাইভেটকারের চালক ও যাত্রীদের সীমাহীন কষ্ট পোহাতে হয়।
দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঞ্জুরুল আলম বলেন, রেকারের সাহায্যে বিকল মালবাহী ট্রাকটি নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম বলেন, দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় বেলা পোনে ১১টার দিকে মহাসড়ক যানজট মুক্ত হয়