ট্রাফিক জ্যামে কমলো বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের দৈর্ঘ্য

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

খুব একটা হেলায় ফেলে দেয়ার ম্যাচ না। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের লিগ টু পর্বের ম্যাচ ছিল সেটি। সেই ম্যাচেই কি না দুই দল যুক্তরাষ্ট্র এবং নামিবিয়া পড়েছে এক কঠিন জটিলতায়। সেই জটিলতার মাত্রা এতটাই ভয়াবহ, শেষ পর্যন্ত ম্যাচের দৈর্ঘ্যই কমাতে হয়েছে মাঠের কর্মকর্তাদের।

ওমানের আল-আমেরাতে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার মধ্যেকার ম্যাচটি এক ঘণ্টারও বেশি দেরিতে শুরু হয়। যার মূল কারণ ছিল ট্রাফিক জ্যাম। ওমানের জ্যামের কারণে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা নির্ধারিত সময়ে মাঠেই আসতে পারেননি। ৫০ ওভারের ম্যাচটি পরে কমিয়ে আনা হয় ৪৩ ওভারে। সাধারণত, এমন বিলম্ব বৃষ্টিপাত বা আবহাওয়া জনিত কারণে ঘটে। তবে ওমানে ঘটল একেবারেই বিরলতম ঘটনা।

শুরুতে আইসিসির পক্ষ থেকে ম্যাচের দৈর্ঘ্য কমানোর কারণ জানানো হয়নি। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ধারাভাষ্যকার পিটার ডে লা পেন্না জানান, ওমানের রাজধানী মাসকাটে আয়রনম্যান রেসের কারণে সৃষ্ট ব্যাপক যানজটের ফলে দলগুলো সময়মতো মাঠে পৌঁছাতে পারেনি, যার ফলে ম্যাচটি বিলম্বিত হয়।

ইউএসএ ক্রিকেট তাদের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে জানায় যে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ম্যাচটি দেরিতে শুরু হয়েছে। তবে তারা দেরির প্রকৃত কারণ স্পষ্ট করেনি। ওই পোস্টের জবাবে পিটার লিখেছিলেন, “মাসকাটে আয়োজিত ম্যারাথন/আয়রনম্যান রোড রেসের কারণে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা হয়েছে। যার মধ্যে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া দলের বাসগুলোর নির্ধারিত রুটও অন্তর্ভুক্ত ছিল। যে কারণে উভয় দলই নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারেনি। পরে ম্যাচটি ৪৩ ওভারে নামিয়ে আনা হয়েছে।”

পরে ম্যাচে নামিবিয়া টস জিতে যুক্তরাষ্ট্রকে মাসকাটে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আন্দ্রিস গৌস, অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল এবং মিলিন্দ কুমারের ফিফটিতে যুক্তরাষ্ট্র ৫০ ওভারে ২৯৩ রান সংগ্রহ করে। জবাবে, নামিবিয়া ১৭৯ রানে অলআউট হয়ে যায়, ফলে যুক্তরাষ্ট্র ১১৪ রানের বড় ব্যবধানে ম্যাচটি জিতে নেয়।

এদিকে, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ বেশ গুরুত্বপূর্ণ এক প্রতিযোগিতা। এটি সহযোগী দেশগুলোর জন্য ওয়ানডে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের একটি প্রধান পথ। আটটি সহযোগী দল একে অপরের বিরুদ্ধে দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ খেলে এবং পয়েন্ট অর্জন করে। লিগ টেবিলের শীর্ষ চারটি দল আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা পায়। সেটি ১০ দলের একটি টুর্নামেন্ট।

এতে ১১তম ও ১২তম র‍্যাঙ্কিংধারী দল, লিগ ২-এর শীর্ষ চার দল এবং বাছাইপর্বের প্লে-অফ থেকে আসা আরও চারটি দল অংশ নেয়। বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষ চারটি দল মূল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।