
ডেস্ক রিপোর্ট:
চোরের খপ্পরে পড়েছেন খোদ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী, ব্যাপারটা কোনোভাবেই হজম করতে পারছে না যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসিন্দারা। নিজের কেরামতি দেখিয়ে ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁ থেকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েমের বহুমূল্য গুচির ব্যাগ নিয়ে গেছে চোর।
জানা গেছে, রোববার নৈশভোজে গিয়েছিলেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েম। সেখানে খাওয়াদাওয়া করার সময় তার ব্যাগটি চুরি হয়ে যায়। ক্রিস্টি নোয়েম এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যাগে তিন হাজার ডলার ও কিছু জিনিসপত্র ছিল। তবে চুরির ঘটনা ছাপিয়ে নেটিজেনদের সামনে উঠে আসছে নোয়েমের বিলাসী জীবন-যাপন।
চুরির ঘটনা ছাপিয়ে নেটিজেনদের সামনে উঠে আসছে নোয়েমের বিলাসী জীবন-যাপন।
ক্রিস্টি নোয়েমের যে ব্যাগটি চুরি হয়েছে, তা গুচির একটি লার্জ বি শোল্ডার স্টাইলের ব্যাগ, যার দাম ৪ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা। আবার ব্যাগের ভেতর ছিল আরেক লাক্সারি ব্র্যান্ড লুই ভিটনের একটি ছোট হ্যান্ড পার্স, যার দাম ৬শ ডলার বা সাড়ে ৭৩ হাজার টাকা। ব্যাগের ভেতর নগদ ৩ হাজার ডলার, ওষুধপথ্য, বাসার চাবি, পাসপোর্ট, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিশেষ ব্যাজ, মেকআপ ব্যাগ, ব্ল্যাংক চেক এবং তার গাড়িচালকের লাইসেন্সও ছিল।
এদিকে এবারই প্রথম নয়, আগেও ক্রিস্টি নোয়েম লাক্সারি পণ্য ব্যবহারের কারণে খবরের শিরোনাম হয়েছেন। মার্চের শেষে এল সালভাদরের একটি জেল পরিদর্শন করতে যান ক্রিস্টি নোয়েম। সাদা রঙয়ের টপের সঙ্গে ম্যাচ করে পরেছিলেন গ্রে রঙের প্যান্ট, মাথায় ছিল বেজবল ক্যাপ আর হাতে ছিল ৫০ হাজার ডলার বা ৬১ লাখ টাকা দামের একটি রোলেক্স ঘড়ি। জেলের মতো একটি জায়গা পরিদর্শনে তার এমন সাজ সে সময় নেটিজেনদের মাঝে সমালোচনার জন্ম দিয়েছিল।
৬১ লাখ টাকা দামের রোলেক্স ঘড়ি পরে জেল পরিদর্শনে গিয়েছিলেন নোয়েম।
এখন গুচির ব্যাগ চুরি যাওয়ায় আবারও তার আসলে কত টাকার সম্পত্তি আছে, তা খতিয়ে দেখতে বলছে সাধারণ মার্কিনিরা।