ট্রাম্প আগাম বিজয় ঘোষণা করলে যা করবে ডেমোক্র্যাটরা

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। বিভিন্ন জরিপে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। এবারের নির্বাচন কে জিততে যাচ্ছেন- তা বলা মুশকিল হয়ে পড়েছে।
তবে এরই মধ্যে একটি আশঙ্কা ও তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কমলা হ্যারিসের দল। দলের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার আগেই যদি ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কমলা।
কমলার প্রচার শিবির ও দলের নেতারা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্প যদি ২০২০ সালের মতো নির্দিষ্ট সময়ের আগেই নিজেকে বিজয়ী দাবি করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত তারা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কমলা হ্যারিস ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত ধৈর্য রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানাবেন।
চলতি সপ্তাহে ট্রাম্প সাংবাদিকদের বলেন, নির্বাচন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে চূড়ান্ত ফলাফল জানতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে। মার্কিন নির্বাচনে বিজয়ীদের নাম সাধারণত দেশটির প্রধান গণমাধ্যমেই ঘোষণা করা হয়। গণমাধ্যমগুলো নির্বাচনি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া ভোট গণনা বিশ্লেষণ করে। যদিও প্রার্থীরা কখনও কখনও ফলাফল আসার আগেই নিজেদেরকে বিজয় ঘোষণা করেন।

গত বুধবার এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কমলা বলেছেন, ট্রাম্প যদি আগাম বিজয় ঘোষণা করেন তবে দুঃখজনক হলেও আমরা তাকে প্রতিরোধ করতে প্রস্তুত। আমরা যদি কোনোভাবে জানতে পারি, তিনি আসলেই সংবাদমাধ্যমকে প্রভাবিত করছেন, তাহলে আমরা এর কড়া জবাব দিতে প্রস্তুত।