ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৮

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২৪ মার্চ) রাজধানীর কমলাপুর এবং বিমানবন্দর রেলওয়ে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) উত্তরা র‍্যাব-১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি অবৈধভাবে রেলওয়ের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। ঈদ সামনে রেখে ট্রেনের টিকিট অনলাইনে দ্রুত শেষ হয়ে যাওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অভিযোগ আসে। এরপর গোয়েন্দা নজরদারি চালিয়ে চক্রটির সন্ধান পাওয়া যায়। এই অভিযানে আমরা প্রথমে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে উত্তম চন্দ্র দাস (৩৪) নামে একজনকে অনলাইন টিকিটের প্রিন্টেড কপিসহ আটক করি। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রেলওয়ের আউটসোর্সিং কর্মচারীও রয়েছেন।

পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুনরায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সহজ ডটকমের কিছু অসাধু কর্মীর সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে।

এই অভিযানে তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন ও ৩ লাখ ৩ হাজার ৪২ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে উত্তম চন্দ্র দাস স্বীকার করেন, তিনি প্রতি ঈদে ৫০০-৭০০ টিকিট কালোবাজারিতে বিক্রি করতেন। এতে প্রতি ঈদে তার আয় হতো ৩-৪ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।