ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে লুটপাট, অগ্নিসংযোগ আহত ৫০

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ৫০ জন আহত হয়েছেন। আহতরা হরিপুর ও জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসময় গ্রামজুড়ে বাড়িতে বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

শুক্রবার ১১ এপ্রিল দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের ৪ (চার) বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে আটঘরিয়া গ্রামের মাহতাব ও তার লোকজনের সঙ্গে বেলডাঙ্গি গ্রামের ইয়াসিন ও নূরুলের বিরোধ চলছিল। এ জমি নিয়ে আদালতে মামলা চলছে এবং আদালত কর্তৃক ১৪৪ ধারা জারি আছে। ঘটনার দিন ১৪৪ ধারা ভেঙে জমি দখলের উদ্দেশ্যে লোকজন ওই এলাকায় গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রবল সংঘর্ষ বাঁধে। সংঘর্ষকালে বাড়িতে বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে উভয়পক্ষে প্রায় ৫০ জন আহত হন। সংঘর্ষ ও আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে হরিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসদল ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।