ঠাকুরগাঁওয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪

জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁওঃ 

ঠাকুরগাঁও‌য়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মির্জা জাফরুল ইসলাম (৫১) নামে এক পু‌লিশ প‌রিদর্শকের মৃত‌্যু হ‌য়ে‌ছে। রোববার (১২ মে) রাত ৯টার দি‌কে ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।জাফরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলা সর্বমঙ্গলা গ্রামের মির্জা ইমরান আলীর ছে‌লে। তি‌নি সদ‌্য নীলফামা‌রী থে‌কে বদ‌লি হ‌য়ে ঢাকা উত্তরার আব্দুল্লাপ‌ু‌রে ১১ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পু‌লিশ প‌রিদর্শক হি‌সে‌বে কর্মরত ছিলেন।

২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চি‌কিৎসা কর্মকর্তা র‌কিবুল আলম চয়ন বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, রোববার বিকেল ৩টায় জাফরুল ইসলাম ব‌মি ও ডায়‌রিয়া নিয়ে হাসপ‌াতা‌লে ভ‌র্তি হয়। এক‌টি স‌্যালাইন দেওয়‌ার পর তি‌নি সুস্থ‌ অনুভব ক‌রেন। এক পর্যা‌য়ে বা‌ড়িও চ‌লে যে‌তে চান। ত‌বে রাত ৯টার দি‌কে হঠাৎ ক‌রে আবার ব‌মি শুরু হয়। এর দশ মি‌নিটের ম‌ধ্যে তি‌নি মৃত‌্যুবরণ ক‌রেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

জাফরুল ইসলামের ছে‌লে মির্জা আলমগীর ব‌লেন, বাবা পাঁচ দি‌নের ছু‌টি‌তে ছিলেন। গতকাল রোববার সকা‌লে বা‌ড়ি‌তে সেমাই খাওয়ার পরে পে‌টের সমস‌্যা দেখা দেয়। এরপ‌র ডায়‌রিয়া শুরু হ‌লে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে ঠাকুরগাঁও হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রি। সেখা‌নে রাত ৯টার দি‌কে তিনি মারা যান। বাবার হা‌র্টের সমস‌্যা‌ ছিল।

স্থানীয় ইউ‌পি সদস‌্য আশরাফুল আলম ব‌লেন, তার জানাজার সময় এখনো নির্ধারণ হয়‌নি। ত‌বে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে আজ বিকালে তা‌কে দাফন করা হ‌বে বলে শুনেছি। তার দুই ছেল, এক মেয়ে ও স্ত্রী ঠাকুরগাঁও শহ‌রের আশ্রম পাড়ায় ভাড়া বাসায় থাকেন।