
ক্রীড়া ডেস্ক:
বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ম্যাচে জোড়া গোল করে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে জ্বলে উঠেছেন রবার্ট লেভান্ডোভস্কি।
ট্রেবলের খোঁজে থাকা বার্সেলোনা ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ২৫ মিনিটে রাফিনহার নেওয়া শটে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে আরও কিছু সুযোগ পেলেও ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেলের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি বার্সা। বিরতির পর আরও শক্তিশালী হয়ে নামে হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে তৃতীয় মিনিটেই রাফিনহার পাস থেকে জালে বল পাঠান লেভান্ডোভস্কি। এরপর ৬৬ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই পোলিশ ফরোয়ার্ড। ৭৭ মিনিটে বার্সেলোনার হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল।
এই জয়ে ২০১৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৩ ম্যাচে অপরাজিত রইলো তারা। পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা সর্বশেষ ট্রফি জিতেছিল ২০১৫ সালে।
ম্যাচ শেষে বার্সা ফরোয়ার্ড লেভান্ডোভস্কি বলেন, ‘আমরা দারুণ খেলেছি। তবে এখনো এক ম্যাচ বাকি। আমরা সবসময় বার্সেলোনার মতো ফুটবল খেলতে চাই। জার্মানিতেও একইভাবে খেলেই জিততে চাই।’
তবে সতর্কতা রাখতে বলছেন কোচ হ্যান্সি ফ্লিক। তিনি জানান, ‘ফুটবল এক অদ্ভুত খেলা। আজ যেমন খেলেছি, ঠিক তেমনি মনোযোগ ধরে রাখতেই হবে পরের লেগেও।’
সেমিফাইনালে পৌঁছাতে বার্সাকে এখন শুধু দ্বিতীয় লেগে হার এড়াতে হবে। সম্ভাব্য প্রতিপক্ষ—ইন্টার মিলান কিংবা বায়ার্ন মিউনিখ।