ডিএসসিসির প্রধান প্রকৌশলী ও সচিবকে অপসারণে আল্টিমেটাম
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ঢাকা প্রতিনিধি:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলী আশিকুর রহমান ও সচিব আকরামুজ্জামানকে অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সংস্থাটির বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডিএসসিসির নগর ভবনের দ্বিতীয় তলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
ইতোমধ্যে বিক্ষুব্ধরা ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে প্রধান প্রকৌশলী ও সচিবকে অপসারণের অনুরোধও জানান। গত কয়েক দিন ধরে বিভিন্ন মাধ্যমে বিক্ষোভ করছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, নগর ভবনের দ্বিতীয় তলায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী প্রকৌশলী আশিকুর রহমান ও সচিব আকরামুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
বিক্ষুব্ধরা বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই দুই কর্মকর্তা নজিরবিহীন দুর্নীতি ও অপকর্ম করেছেন। তারা বিনা কারণে অনেক কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। এমনকি ভিন্ন মতের কারণেও অনেকে চাকরি হারিয়েছেন। তাদের অনিয়ম ও দুর্নীতির কারণে সিটি করপোরেশনের বিভিন্ন সেবা ব্যাহত হয়েছে। আমরা দ্রুত এ দুই কর্মকর্তার অপসারণ চাই।
এই দুই কর্মকর্তার বিষয়ে ডিএসসিসির ফুড অ্যান্ড সেনিটেশন কর্মকর্তা ও বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশারফ হোসেন মিলন বলেন, ‘বিগত দিনগুলোতে ডিএসসিসির নিরীহ কর্মচারীদের ওপর অনেক অত্যাচার হয়েছে। সিটি করপোরেশনের ৬৪ এর ২ ধারায় অনেক ভালো কর্মচারীকে বিনা নোটিশে বিনা শোকজে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘প্রধান প্রকৌশলী ও সচিবকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। এই সময়ের মধ্যে তাদের অপসারণ করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেবো। এছাড়া ডিএসসিসিতে আমরা জাতীয়তাবাদী প্রশাসক চাই। যদি কাউকে প্যানেল মেয়র করা হয় তাহলে জাতীয়তাবাদী ১২ জন ওয়ার্ড কাউন্সিলর আছেন। তাদের মধ্য থেকে যেন প্যানেল মেয়র করা হয়।’
বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হলে মশক নিধন ও পরিচ্ছন্নতার কাজ থেকে শুরু করে সব সেবা বন্ধ করে দেবেন বলেও ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা। ইতোমধ্যে নগর ভবনের বিভিন্ন দেয়ালে সচেতন নাগরিকের ব্যানারে পোস্টারও লাগিয়ে দেওয়া হয়েছে। প্রধান প্রকৌশলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দফতরের দরজায় লাগিয়ে দেওয়া হয়েছে ‘প্রবেশ নিষেধ’ সংবলিত পোস্টার।
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান ডিএসসিসি কার্যালয়ে আসছেন না। ডিএসসিসির বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীদের দাবির বিষয়ে কথা বলতে তাকে কল ও মেসেজ করলেও তার সঙ্গে কথা বলা যায়নি।