ডিপিএলের মাঝেই বদলে গেল নিয়ম, হৃদয়কে খেলাতেই এতকিছু?
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

ক্রীড়া ডেস্ক :
আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তাওহীদ হৃদয়। এরপর তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডানের তরফে আপিলও করা হয়েছিল। পরে তার শাস্তির মেয়াদ একদিন কমানো হয়
দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক ম্যাচে নেমে আসার পর গেল (রোববার) সুপার লিগে মাঠে নেমেছিলেন হৃদয়। তবে তার মাঠে নামার ক্ষেত্রে পরিবর্তন এসেছে একটি নিয়মে। যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।
বিসিবির কোড অব কনডাক্ট অনুযায়ী, ৪-৭ ডিমেরিট পয়েন্টের জন্য ক্রিকেটারদের ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হবে। সে হিসেবে ৭টি ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন হৃদয়। যদিও পরে আবেদনের প্রেক্ষিতে ৪টি ডিমেরিট পয়েন্ট তুলে দেওয়া হয়। ফলে এক ম্যাচ নিষেধাজ্ঞা কমে যায় তার। এ ছাড়া কোড অব কনডাক্ট অনুযায়ী, ৮-১১ ডিমেরিট পয়েন্টের ক্ষেত্রে মিলবে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা। এ ছাড়া ১২-১৫ ডিমেরিট পয়েন্ট পেলে ৬ ম্যাচ এবং ১৬ বা তার চেয়ে বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা হবে ৮ ম্যাচের।তবে টুর্নামেন্ট চলাকালে এবার নিয়মে আনা হলো পরিবর্তন। বিসিবির নতুন কোড অব কন্ডাক্ট অনুযায়ী, ৪-৭ ডিমেরিট পয়েন্ট এর জন্য ক্রিকেটারদের ১ ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হবে। আর ৮-১১ ডিমেরিট পয়েন্টের ক্ষেত্রে মিলবে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা।
এ ছাড়া ১২-১৫ ডিমেরিট পয়েন্ট পেলে ৫ ম্যাচ এবং ১৬ বা তার চেয়ে বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা হবে ৭ ম্যাচের। যে কারণে হৃদয়ের শাস্তি ২ ম্যাচ থেকে কমে ১ ম্যাচে নেমে যায়। টুর্নামেন্ট চলাকালে নিয়ম পরিবর্তন হওয়ায় বেশ আলোচনায় হচ্ছে এ বিষয়ে।
ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল ঢাকা পোস্টকে জানালেন নিয়ম পরিবর্তনের কথা। তিনি বলেন, টুর্নামেন্টের শুরুতে হলে এটি নিয়ে এতো কথা হতো না, মাঝপথে পরিবর্তন হওয়ায় কথা হচ্ছে।