নিজস্ব প্রতিবেদক:
রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে হাজী সেলিমকে ভর্তি করা হয় বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, অসুস্থ হাজী সেলিমকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। পরে তাকে নতুন ভবনের ১০৭ নম্বর কেবিনে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন হাজী সেলিম।
কোটা সংস্কার আন্দোলনে একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করে সোমবার হাজী সেলিমকে আদালতে হাজির করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত খালিদের বাবা কামরুল হাসান ১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলাটি করেন।