ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের রোডম্যাপ চাওয়া হবে: সালাহ উদ্দিন

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

চলতি বছরের ডিসেম্বরের আগে নির্বাচনের দাবি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চাইব, যাতে উনি ক্লিয়ারলি (স্পষ্টভাবে) জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় তা উপস্থাপন করেন।’

আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছি। উনি সময় দেবেন। উনার সঙ্গে সাক্ষাতের পরেই আমরা এ বিষয়ে কথা বলব।’

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘বিভিন্ন মিডিয়ায় আমরা খেয়াল করেছি, একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট লেখালিখি হচ্ছে, বিএনপি কি ধর্ম নিরপেক্ষতায় ফেরত গেল? এখানে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে দু’টি স্প্রেডশিট আমাদের দেওয়া হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন থেকে। এটা আসলে একটা অপূর্ণাঙ্গ বিষয়। কারণ আমরা বিস্তারিত রিপোর্ট জমা দেব বলেছিলাম এবং জমা দিয়েছিও। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন, যেটার ৪৫ থেকে ৭২ পৃষ্ঠা পর্যন্ত প্রায় ১০৫টা সুপারিশ আছে। সেটার প্রত্যেকটির অ্যাড্রেস করে বিস্তারিত প্রতিবেদনে জমা দিয়েছি। স্প্রেডশিট যেভাবে হ্যাঁ-না জবাব দিতে বলা হয়েছে, সেটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। সেটা আমরা সেদিনই উল্লেখ করেছি।’

বিএনপি এ নেতা আরও বলেন, ‘স্প্রেডশিটের আইটেম নম্বর ৫, ৬ ও ৭-এ সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্রপরিচালনার মূলনীতির বিষয়ে উনারা যেটা বলেছেন- সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের কথা বলেছেন, সাম্য, মানবিক, মর্যাদা ইত্যাদির কথা বলেছেন। কিন্তু বহুত্ববাদসহ অন্যান্য বিষয়গুলোর সঙ্গে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে, সংবিধানের মূলনীতি হিসেবে আমরা একমত নই।’