ডি জর্জির ফিফটি, উইকেটের অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

প্রথম সেশনে ৪৯ রানে অপরাজিত থাকা টনি ডি জর্জি লাঞ্চের পর প্রথম ওভারে সিঙ্গেল নিয়ে পূর্ণ করলেন পঞ্চাশ। চারটি চার ও এক ছক্কায় ৭৬ বলে এলো তার এই ফিফটি। টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় ফিফটি। একই ওভারে রিভিউ নষ্ট করেছে বাংলাদেশ।

৬৯ রানে প্রথম উইকেট হারানোর পরও দাপটের সাথে খেলছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশও আছে উইকেটের অপেক্ষায়। ১ উইকেটে ১১৬ রানে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ৫৩ রানে জর্জি ও ২৪ রানে আছেন স্টাবস।
এর আগে টস হেরে বোলিংয়ে এসে প্রথম সেশনে জর্জির উইকেট পেয়েছে বাংলাদেশ। সেটিও প্রোটিয়া অধিনায়ক মার্করামের নিজের ভুলে। ডাউন দ্যা উইকেটে মারতে এসে ৩৩ রানে আউট হন তিনি। তাইজুলে আসে বাংলাদেশের প্রথম সাফল্য।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টনি ডি জর্জি, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশব মহারাজ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন।