নিজস্ব প্রতবেদক:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া ব্যক্তিরা ঢাকার বাসিন্দা। এ নিয়ে এ মাসের ২০ দিনে ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু হলো। এ বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২৪ জনে।
২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৫ জনে।
শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৬৯ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৬৮, চট্টগ্রামে ১০, বরিশালে ৫, খুলনায় ২৪, ময়মনসিংহে ১৮, রাজশাহীতে তিন এবং রংপুর বিভাগে দুইজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ২৬৫ জন। তাদের মধ্যে ৬২ দশমিক ৫০ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫০ শতাংশ নারী। এখন পর্যন্ত মৃত ১২৪ জনের মধ্যে ৫৪ শতাংশ নারী এবং পুরুষ ৪৬ শতাংশ।
গত বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার আটজন এবং ঢাকার বাইরে চিকিৎসা নেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন। গত বছর ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।