ডেঙ্গু মৌসুমে ঝুঁকি বাড়লেও সরকার সামাল দিতে পারবে: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গুরোগী বাড়ার বিবেচনায় মৃত্যু বাড়ছে। স্যালাইনের প্রয়োজনও বাড়ছে। প্রতিদিন গড়ে ৪০ হাজার ব্যাগ স্যালাইন লাগছে। হাসপাতালগুলো হিমশিম খেলেও চিকিৎসায় কোনও ঘাটতি পড়ছে না। ডেঙ্গু মৌসুমে ঝুঁকি বাড়লেও আশা করা যায় সরকার সামাল দিতে পারবে।
আজ সোমবার (৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সামনে এই কথা বলেন তিনি। মন্ত্রী জানান, ডেঙ্গুর টিকা এখনও প্রক্রিয়াধীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পরপরই ডেঙ্গুর টিকা আনার চেষ্টা করা হবে।
জরায়ুর ক্যান্সার রোধে টিকা
নারীদের জরায়ুর ক্যান্সার রোধে হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সেপ্টেম্বরে শুরু হবে এই টিকাদান কর্মসূচি। ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের টিকা দেওয়া হবে। এ পর্যন্ত সাড়ে ২৩ লাখ ডোজ এসেছে। নভেম্বর থেকে আরও আসবে।
কলেরার টিকা
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে ১০ কোটি কলেরা টিকা পাবে বাংলাদেশ। এতে সরকারের খরচ হবে ৬০০ কোটি টাকা। তবে জনগণ পাবে বিনামূল্যে।
চিকিৎসক ভাতা
মন্ত্রী জানান, ইন্টার্ন ডাক্তারদের ভাতা ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে। পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের ভাতা ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে। এতে খরচ হবে ৬৪ কোটি টাকা। এই প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।